25 C
Kolkata

দমদম স্টেশনে উদ্ধার প্রচুর গয়না, আটক ১

নিজস্ব সংবাদদাতা : তবে কি এবার ট্রেনের পর মেট্রোর মাধ্যমে সোনা পাচার হচ্ছে শহরে, উঠছে প্রশ্ন।দমদম স্টেশনে যাত্রীদের ব্যাগ স্ক্যান করা হচ্ছিল। তখনই বিষয়টা ধরা পড়ে। দেখা যায়, ব্যাগে ধাতব সামগ্রী বহন করছেন ওই ব্যক্তি। ব্যাগ পরীক্ষা করতেই প্রচুর সোনার গয়না উদ্ধার হয়। মেট্রো সূত্রে খবর, প্রায় ৩৪৫ গ্রাম গয়না উদ্ধার হয়।

যার বাজার মূল্য ১৫ লক্ষ ৬৫ হাজার টাকা।ধৃত ব্যক্তির নাম বাবলু গড়ুই। হুগলির বাসিন্দা। সোনার গয়নাগুলি কোথা থেকে তিনি কিনেছিলেন, কার কাছে পাঠাচ্ছিলেন, সেই সংক্রান্ত কোনওরকম নথিই প্রকাশ করতে পারেননি তিনি। এর পর সিঁথি থানার পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা এসে ধৃত বাবলুকে নিজেদের হেফাজতে নেন। অভিযোগ দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:  Kalyani AIIMS: কল্যাণী এমস-এ মেডিক্যাল অফিসার-সহ একাধিক পদে নিয়োগ


উল্লেখ্য,পাতালপথে সোনা পাচারের চেষ্টা অবশ্য নতুন নয়। গত এপ্রিল মাসে সেখান থেকে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়। এর পর ২ সেপ্টেম্বরও দমদম স্টেশন থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়।একের পর এক এধরনের ঘটনা ঘটায় চিন্তায় মেট্রোর আধিকারিকরা।

Featured article

%d bloggers like this: