নিজস্ব সংবাদদাতা : পুজোর আগে বড় উপহার। এবার থেকে আর কোনও এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ করবে রাজ্য সরকার । সেই সিদ্ধান্তের কথা নিজেই ট্যুইটারে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্যই বিখ্যাত। আর তাই তরুণ তথ্যপ্রযুক্তি কর্মী, যাঁরা আমাদের রাজ্যের তথ্যপ্রযুক্তি পরিষেবা উন্নত করার জন্য লাগাতার কাজ করছেন, তাঁদের জন্য সরকারের তরফ থেকে পুজোর উপহার। এবার থেকে আর Webel/WTL/ বেসরকারি এজেন্সির মাধ্যমে নয়, এবার থেকে সরাসরি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।’ এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তির ভিত্তিতে যে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নেওয়া হত সেই চুক্তির দায়িত্ব থাকত বিভিন্ন এজেন্সির উপর। তারা ঠিক করত কাদের নেওয়া হবে। কিন্তু সেই চুক্তির সঙ্গে সরকারের কোনও যোগ থাকত না। সরকারি কোনও সুবিধাও তাঁরা পেতেন না। কিন্তু এবার থেকে সরকার সরাসরি নিয়োগ করবে এই কর্মীদের।একাধিক সুবিধাও দেওয়া হবে এই কর্মীদের।তিনি বলেন, ‘এবার থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা ৩০ দিনের ছুটি ও মেডিক্যাল বাবদ ১০ দিনের ছুটি পাবেন। এছাড়া অন্তঃসত্ত্বা মহিলারা মাতৃত্বকালীন ছুটিও পাবেন। ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন তাঁরা। অবসরকালীন ৩ লাখ টাকা পাবেন এই কর্মীরা। এমনকি এইসব কর্মীরা রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও পাবেন।’