নিজস্ব প্রতিবেদন: চলতি বছরে ইকোপার্কে হস্ত শিল্প মেলায় শুরু হয়ে গেছে। আর সেই মেলায় আচমকাই প্রবেশ করলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি একা নন। তাঁর সঙ্গী ছিলেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম।

সোমবার তিনি সেই মেলা পরিদর্শন করার পাশাপাশি শিল্পীদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে তৈরি জিনিস দেখেন এবং কেনেন। মুখ্যমন্ত্রীর মেলায় প্রবেশ করা নিয়ে শিল্পীরা জানিয়েছেন, তাঁকে সামনে থেকে দেখে ভীষণ আপ্লুত।