নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার(৯২)। কিডনির সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এতদিন পর্যন্ত চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্র পরিচালকের অসুস্থতা নিয়ে মন্তব্য করেননি তিনি। তবে শারীরিক স্থিতি অতিশঙ্কটজনক হওয়ার পরই এসএসকেএমে গেলেন মমতা। তরুণ মজুমদারের খোঁজও নিলেন। নবান্নে যাওয়ার পথেই ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী।