নিজস্ব প্রতিবেদন: গানের লাইন অনুযায়ী দুধ না খেলে হবে না ভালো ছেলে। কিন্তু মধ্যবিত্তের সেই দুধের বাজারেই আগুন। দুধে দামের কাঁটা। ফের বাড়াল ডেয়ারি দুধের।একদিকে গ্যাসের অতিরিক্ত দামে নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হয়েছে আমজনতার।

তারই মাঝে ক্রমগত বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। এবার সেই তালিকায় নাম যুক্ত করল ‘বাংলার ডেয়ারি’। দাম বাড়ল দুধের। লিটার পিছু দাম বৃদ্ধি পেয়েছে দু’টাকা। ইতিমধ্যেইবাংলার ডেয়ারির পক্ষে দুধের নতুন মূল্যতালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে ডবল টোনড দুধের দাম লিটার পিছু বেড়ে গিয়েছে ৪২ টাকা।

আবার প্রানসুধা’ গরুর দুধ বেড়ে হয়েছে৪৮ টাকা। সুপ্রিম ব্রান্ডের দুধের দাম ৫২ টাকা। সুস্বাস্থ্য’ দুধের দাম বেড়ে ৩৬ টাকা। তবে, সরকারি দুধের দাম বলছে দাম বৃদ্ধির পরও সরকারি দুধের দাম বাজার চলতি অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায় লিটার পিছু ৮-১০ টাকা কম।