নিজস্ব প্রতিবেদন: রাত প্রায় ৩ টে ৪ টে। সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমের দেশে। কিন্তু হঠাৎ দরজায় কলিং বেল। ঘুম চোখে দরজা খুলতেই চক্ষু ছানাবড়া। নগ্ন হয়ে দরজার সামনে দাঁড়িয়ে মহিলা।

একবার ভাবুন তো যদি আপনার চোখের সামনে দেখেন কোনও নগ্ন মহিলা দাঁড়িয়ে আছে তাও আবার মধ্যরাতে তাহলে আপনি কি করবেন? ঘুম তো দৌড়ে পালিয়ে যাবেই, অনেকে আবার ভয় ও পেতে পারেন। কিন্তু এখন প্রশ্ন এই নগ্ন মহিলাটিকে? কেনওই বা বামধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করছেন সে? আসলে গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে এই ঘটনার সূত্রপাত হয়েছে উত্তর প্রদেশের রামপুরে৷

মাঝরাত হলেই বাড়ি বাড়ি গিয়ে মহিলা বেল বাজাচ্ছেন। এমনকি ওই এলাকার নানান সিসিটিভিতে ধরাও পড়ে নগ্ন মহিলার ওই চিত্র৷ যদিও পরবর্তীতে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তদন্ত মারফত জানতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন৷ খোঁজখবর চালিয়ে ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় পাঁচ বছর ধরে বরেলি জেলায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলার চিকিৎসা চলছে৷ পুলিশে তরফে তার পরিবারকে অনুরোধ জানানো হয়েছে তাদের পরিবারের সদস্যকে তাদের নিজেদের দায়িত্বে রাখার। পাশাপাশি পুলিশে তরফে এও জানানো হয়েছে যদি কেউ এই মহিলাকে দেখতে পায় তাহলে যেনও তাকে কাপড় দেওয়া হয় এবং নিকটবর্তী থানায় যোগাযোগ করা হয় অযথা আতঙ্ক না ছড়িয়ে ।