29 C
Kolkata

Kolkata: ৪ দিনের সদ্যোজাতর জোড়া পাকস্থলী !

নিজস্ব প্রতিবেদন: মাত্র চার দিন হয়েছে যমজ শিশুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন মা। আদর-যত্নে মানুষ করেছিলেন দুই সন্তানকে। কিন্তু হঠাৎ এক শিশুর ধরা পড়ে জটিল রোগ। খাওয়ানোর পরই অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে সদ্যোজাতের পেট। লক্ষ্য করা মাত্রই চিন্তায় ঘুম উড়ে যায় মায়ের। তড়িঘড়ি নিয়ে ছোটে কলকাতার CMRI হাসপাতালে। এক্স-রে এবং সিটি স্ক্যানে ধরা পড়ে বাচ্চাটির দুটি পাকস্থলী রয়েছে। তারপর ডাক্তারা সিদ্ধান্ত নেন জটিল অস্ত্রোপচার করতে হবে ওই সদ্যোজাতের। সেই মতোই গঠন করা হয় ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। গত সপ্তাহের মঙ্গলবার ২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। বাদ দেওয়া হয় পাকস্থলীর বাইরের অংশটি। এই বুধবার ১২ দিন হয়েছে শিশুটির। বাচ্ছাটি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, কলকাতার CMRI হাসপাতালেই ১০ জুন যমজ দুই সন্তানের জন্ম দেন বালিগঞ্জের বাসিন্দা এক গৃহবধূ। জন্মের পরই থেকেই এই বিরল শারীরিক সমস্যায় ভুগতে শুরু করে শিশুটি। সি এম আর আই হাসপাতালের শিশুশল্য চিকিত্‍সক বিশ্বজিত্‍ ভাদুড়ি জানিয়েছেন , ‘পাকস্থলীটি একটির ভিতর আরেকটি ছিল। যার কারণে শিশুটি কিছু খেলে ফুলছিল পাকস্থলী। তাই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ‘

আরও পড়ুন:  KMC: টনক নড়ল সরকারের ! বিদ্যুৎপিষ্ঠের দুর্ঘটনা এড়াতে কী কী ব্যবস্থা নিল পুরসভা ?

Featured article