নিজস্ব প্রতিবেদন: ভোট শেষে আবার আগুনে পেট্রোলের দাম। মঙ্গলবার গোটা দেশ জার আবার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বৃদ্ধি কলকাতা সহ দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরুতে। এদিন দেশের বিভিন্ন প্রান্তে লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ল ১২ থেকে ১৫ পয়সা।
কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৯০.৬২ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০.৭৬ টাকা। ১৭ পয়সা দাম বাড়ায় কলকাতাবাসীকে এক লিটার ডিজেল কিনতে হচ্ছে ৮৩.৭৮ টাকায়। দিল্লিতে প্রতি লিটার পিছু পেট্রলের দাম ১৫ পয়সা বেড়ে হল ৯০.৫৫ টাকা। ডিজেলে এক লিটারের দাম ১৮ পয়সা বেড়ে হয়েছে৮০.৯১ টাকা। এদিকে মুম্বইয়ে পেট্রলের দাম ১২ পয়সা বেড়ে এসে দাড়িয়েছে ৯৬.৯৫ টাকায়। চেন্নাই যথাক্রমে ৯৩.৬৭ টাকা ও বেঙ্গালুরুতে পেট্রল মিলছে লিটারপ্রতি এবং ৯৩.৬৭ টাকায় এখানে একলাফে ২৪ পয়সা বেড়ে গেলো পেট্রোলের দাম। মুম্বই ও চেন্নাইয়ে লিটারপিছু ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৭.৯৮ এবং ৮৫.৯০ টাকা।
আগের বছর করোনা জেরে চাহিদা কমেছিল পেট্রোলের ফলে কমে গেছিলো তেলের দাম। এবং এবছরে ও নতুন করে মারণ ভাইরাসের ভয়াবহ রুপধরণের কারণে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। পূর্ণ ও আংশিক লকডাউনের পথে হেঁটেছে একাধিক শহর। ফলে চাহিদা কমছে পেট্রল-ডিজেলের। কিন্তু তা সত্ত্বেও ভোট শেষ হতেই দেশে নতুন করে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ফের সমালোচনার মুখে কেন্দ্র সরকার।