নিজস্ব প্রতিবেদন: পাভলভ হাসপাতালের বেহাল দশা নিয়ে রিপোর্ট পেশ করে স্বাস্থ্যদপ্তর। সেখানে উঠে আসে হাসপাতালের চূড়ান্ত অবস্থার কথা। এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে এক নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে , এবার প্রথম এসেছে গত বছরের জুলাইয়ে পুলিসের তরফ থেকে রিপোর্ট জমা করা হয় হাসপাতাল সুপারের কাছে। তদন্ত শুরু করেছিল তপসিয়া থানার পুলিস। রিপোর্টে বলা হয়, রোগীদের নিরাপত্তার অভাব রয়েছে। লোহার বেনসিন থেকে পাঁচিল সবই ভাঙা। পুলিসদের ডিউটি করার মতোও পরিস্থিতি নেই। গত বছর এই রিপোর্ট পাওয়ার পরও কোনও হেল দোল দেখায় নি হাসপাতাল কর্তৃপক্ষ। আগের বছর এক রোগী পালিয়ে যাওয়ার পর তদন্তে নেমেছিল পুলিস। তারপরই এই তথ্য সামনে আসে।