22 C
Kolkata

‘BJP-কে জবাব দেবে বাংলার মানুষ’, মন্তব্য জুন মালিয়ার

নিজস্ব প্রতিবেদন : আজ তৃণমূল (TMC) ভবনে তৃণমূল নেত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন, “মমতাকে অপমান করেছেন মোদি (Naredra Modi)। মহিলাদের অপমান করছেন প্রধানমন্ত্রী।”

 অন্যদিকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া মন্তব্য করেছেন, “শুধুমাত্র তৃণমূল নেত্রীকে অপমান করা হয়নি বাংলার সমস্ত মহিলাদের অপমান করা হয়েছে। তৃণমূল নেত্রীর হাত ধরেই গত ১০ বছরে নারীশক্তির উত্থান হয়েছে। এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রতিটি পদক্ষেপেই অনেক কিছুর মুখোমুখি হতে হয়। চরিত্রের বিশ্লেষণ তার মধ্যে উল্লেখযোগ্য।”

অনন্যা চক্রবর্তী বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে আমরা এমন একজনকে পেয়েছি যাঁর মহিলাদের প্রতি কোনও সম্মান নেই। তাঁর বিবাহিত জীবনেও সেটা স্পষ্ট। তিনি বিবাহিত হওয়ার কথা উল্লেখ করেন না নির্বাচনী ফর্মে। একটি রাজ্যে এসে সেখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে টোন কেটে কথা বলছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চিন্তার বিষয়।”

আরও পড়ুন:  Shantanu Banerjee: শান্তনুর রিসর্টের অদূরে গঙ্গায় ভাসছে বান্ডিল বান্ডিল দলিল

Featured article

%d bloggers like this: