নিজস্ব প্রতিবেদন: জোড়া ডায়েরিতে নজর ইডি-র। কিছুতেই বিপদ কাটছে না মানিক ভট্টাচার্যর। এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় তলব তাপস মণ্ডলকে।

একদিকে যখন নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ঠিক একই সময়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডির। ইডির অনুমান দুই ডায়েরিতেই রয়েছে টাকা পয়সার সমস্ত হিসেব। সূত্রের খবর, কুন্তল ঘোষের গ্রেফতারের দিন তৃণমূল নেতার ঘর থেকেই দুই ডায়েরি বাজেয়াপ্ত করে ইডি। জানা গিয়েছে, ওই ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় বেশ কিছু ডিজিট লেখা ছিল!এমনকি কুন্তলকে গ্রেফতারির পর জেরা করে সেই সব সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি।

অপরদিকে, সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল এই অভিযোগ করেন তাপস মণ্ডল। এরই মাঝে তাপস মণ্ডলকে তলব ইডির।
এই ঘটনায় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কথায়,’ ফাঁসিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন তাপস, জমা দিয়েছি অডিও। তাপস মণ্ডল ছাড়াও তাঁর ঘনিষ্ঠ নীলাদ্রি ঘোষ টাকা তুলেছেন’।