25 C
Kolkata

Primary TET : ইডিকে তথ্য দিতে ব্যর্থ পর্ষদ

নিজস্ব প্রতিবেদন : সময় মত প্রাথমিক শিক্ষক দের সব তথ্য ইডি কে দিতে পারলো না পর্ষদ। ইডি র হতে তথ্য তুলে দিতে ১ তারিখের মধ্যে জেলা থেকে সব তথ্য চেয়ে পাঠানো হয়েছিল পর্ষদের থেকে । ২০১১ থেকে আজ অবধি নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক দের তথ্য তলব করেছিল ইডি।সেই তথ্য সময় মত দিতে পারছে না পর্ষদ ।পর্ষদের তরফ থেকে ইডিকে জানানো হয়েছে বাম আমলে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে ২০১৩ তে। তাই ওই আমলের সব তথ্য পাওয়া যাচ্ছে না । সে কারণেই সময় মতো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।অন্য দিকে গতকালই মুখ্যমন্ত্রীর গলাতেও একই সুর শোনা গেছিলো।বাম আমলের নিয়োগের কাগজ নেই।

আরও পড়ুন:  Daily Horoscope March 17, 2023: দিনটি সত্যিই রোমান্টিক….!

Featured article

%d bloggers like this: