নিজস্ব প্রতিবেদন: দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হাজরা , যতীন দাস করুনময়ীতে বিক্ষোভ। দুপুর একটা নাগাদ হাজরা মোর জড়ো হয় তাঁরা।পৌনে ২টো নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ২০১৪টেট উত্তীর্ণরা। শুরু হয় পুলিসের সাথে ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে প্রিজম ভ্যানে তোলা হয় তাঁদের।