নিজস্ব প্রতিবেদন : এবার আর জি কর হাসপাতালের নিউরো বিভগের শৌচালয় থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। রোগীর নাম,’ রামচন্দ্র মন্ডল। বয়স ৫৫ বছর। গাইঘাটার বাসিন্দা তিনি। জানা গেছে স্নায়ুজনিত সমস্যার করে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার রাতে ব্রেন স্টোকে আক্রান্ত হন। প্রাথমিকভাবে তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে বেড না থাকার কারণ দেখিয়ে ঠাকুরনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেহানে বেড না পাওয়ায় আশঙ্কা জনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় তাকে। সোমবার তাঁকে প্রাথমিকভাবে দেখে ছেড়ে দেওয়া হয়। রামচন্দ্রকে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে তাঁর অবস্থার আবারও অবনতি হয়। এরপর তাঁকে ফের আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা পাল্টা প্রশ্ন করেন, কেন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল? দ্রুত তাঁকে ভর্তি করিয়ে নেওয়া হয়। এরপর রোগীর পরিবারের সদস্য, রামচন্দ্রের স্ত্রী হাসপাতালের বাইরেই অপেক্ষা করতে থাকেন।
এরপর ফের রামচন্দ্রকে দেখতে গিয়ে দেখেন সে নেই। খোঁজ করতে গিয়ে হাসপাতালের শৌচালয়ে রামচন্দ্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।