33 C
Kolkata

Recruitment: রেলের শূন্যপদ বিলুপ্তির বিরুদ্ধে পথে বাম ছাত্র-যুব সংগঠন

নিজস্ব প্রতিবেদন : রেলের ৮০ হাজার পদ তুলে নেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিল বাম সংগঠনগুলি। বৃহস্পতিবার ফেয়ারলি প্লেসের ইস্টার্ন রেলওয়ে অফিসের সামনে দুপুর ১ টায় বিক্ষোভে সরব হয়েছিলেন তাঁরা। রাজ্যের ১৬ টি জেলা থেকে কর্মীর এসেছিলেন সমাবেশে সামিল হতে। ডি ওয়াই এফ আই ,এ আই এস বি , পি এস ইউ , আর ওয়াই অফ প্রভৃতি ছাত্র যুব সংগঠন উপস্থিত ছিল সেখানে। তাঁদের দাবি ছিল,রেলের শূন্যপদ তুলে দেওয়ার যাবে না ,রেলের সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে,রেলকে বেসরকারিকরণ করা যাবে না। ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জির জানিয়েছেন ,”দেশের সরকার রেলের আশি হাজার শূন্যপথ তুলে দিতে চাইছেন। এই পদ তুলে দেওয়া যাবে না ‌। এখানে কর্মীদের স্থায়ী নিয়োগ করতে হবে। রেল কে বেচে দেওয়া যাবে না। আগে ২২ লক্ষ পদ ছিল রেলের তা থেকে নামিয়ে সাড়ে ৫ লক্ষ করে দেওয়া হয়েছে। দেশের ও রাজ্যের সরকার ছাত্র -যুবদের চাকরি দিতে চাইছেন না। তাই রাস্তায় নেমে বিক্ষোভ করতে হচ্ছে তাঁদের। তাছাড়া ২ লক্ষ ঠিকাকর্মীদের কাজের কোনও সুরক্ষা নেই। আজ অবধি সেই মতো কোনও সরকারি প্রকল্প নেই। রেলের শূন্য পদে বিলুপ্তির বিরুদ্ধে
ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকেও ডেপুটেশন জমা দেওয়া হবে। “

আরও পড়ুন:  CBI : শহর জুড়ে জায়গায় জায়গায় তল্লাশি সিবিআইয়ের
আরও পড়ুন:  IFA Referee : প্রয়াত ফিফা রেফারি সুমন্ত ঘোষ

এস অফ আইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য অগ্নিপথ প্রকল্প প্রসঙ্গে জানিয়েছেন , ” চুক্তিভিত্তিক আর্মি নিয়োগ এ আবার হয় নাকি ! রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক আর্মি করতে চাইছে কেন্দ্র্রীয় সরকার। এইটুকু বা রাখার দরকার কী একেবারেই তুলে দেওয়া হোক। যারা আর্মিরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা বিপাকে পড়েছেন। ” রেলের শূন্য পদ বিলুপ্তির প্রসঙ্গে জানান , ‘দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের যে সব পদে তাঁরা কাজের সুযোগ চাইছেন সেই পদগুলিকে তুলে নেওয়া হচ্ছে। তাই চাকরির সুযোগ কমছে। ঠিকাকর্মীদের জন্যও সেই মতো কোনও প্রকল্প নেই। এইসব বিষয় সরকারের নজরে আসছে না। ‘

Featured article

%d bloggers like this: