নিজস্ব সংবাদদাতা : অগাস্টের প্রথম রবিবার মানেই ফ্রেন্ডশিপ ডে। আর এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের একটি ছবি শেয়ার করেছেন মীর। ছবিতে মোদির হাতে ফুলের তোড়া রয়েছে। দু’জনকেই হাসিমুখে দেখা যাচ্ছে। এর ক্যাপশনেই ফ্রেন্ডশিপ ডে’র শুভেচ্ছা জানিয়েছেন তারকা। তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
নেটিজেনরা বেশিরভাগই দাবি করেছেন এটি রবিবারের সেরা পোস্ট। ‘চায়ের সাথে চপ, আহা… একটু মুড়ি পেলে ভাল হতো’, এমন ধরনের মন্তব্য করা হয়েছে। একজন আবার লিখেছেন, ‘ওই দু’জনের চোখের বিন্দু দু’টি যুক্ত করলে যে সরলরৈখিক হেলানো পথ পাওয়া যাবে, সেটাই পৃথিবীর একমাত্র ঘর্ষণহীন পথ। এই পথ দিয়েই শত শত ভবিষত্ বাঁধাহীন ভাবে গড়িয়ে নীচে চলে যায়।
‘সম্ভবত দুই রাজনীতিবিদের কোনও এক সৌজন্য সাক্ষাতের এই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর এই ছবিকেই ফ্রেন্ডশিপ ডে’র দিন বার্তাবাহী করে তুললেন মীর। মতাদর্শগত পার্থক্যে যে দুই জনের ফ্রেন্ডশিপ কখনই সম্ভব নয়। সেই দু’জনকেই নিজের ফেসবুক পোস্টে জায়গা করে দিয়ে ছুটির দিনে নেটিজেনদের কিছুটা বিনোদন দিলেন এই তারকা আরজে।