শ্রাবণী পাল: বেহাল দশা খাস দক্ষিণ কলকাতায়। অভিষিক্তা আবাসনের একদম কাছে। ঠিকানা যদি বলতে হয়, তবে ১২১/১৪ পূর্বাচল নর্থ কালিতলা লিংক রোড, কলকাতা ৭০০০৭৮। অনুভব আবাসনের দিক থেকে গিয়ে বাম হাতে। বড় গর্ত। শুধু তাই নয়, সম্প্রতি একটি ম্যানহোল ভেঙে পড়েছে। কিন্তু চোখে পড়ছে কই? বড় বড় গাড়ি যাতায়াত করে ওই রাস্তার উপর দিয়ে। সাইকেল, বাইক, পথচলতি মানুষ সবই একই রাস্তায়।সবচেয়ে চোখে পড়ার বিষয় হল বিশ্বায়ন আবাসনের দিকে যেতে একটা ছোট্ট গলি পড়ে। সেই গলি ঘোরার মুখেই এই গর্ত। গাড়ির চাকা পড়তে পড়তে ম্যানহোলটার যে হাল হওয়ার তাই হয়েছে। মানুষের যাতায়াতের পথে যখন তখন কেউ পড়ে যেতে পারে। আবার বিপদ রয়েছে কুকুর বেড়াল নিয়েও। প্রশাসনের নজর এখনও পড়েনি এইদিকে।

