28 C
Kolkata

Ruby More to Rabi Thakurer More: রুবির মোড়ের ঠিকানা বদল

শ্রাবণী পাল: এক যাত্রী বাসে উঠেছেন রাসবিহারী থেকে। নামবেন রুবি হাসপাতালের কাছে। গন্তব্যে পৌঁছতেই কন্ডাক্টরের মুখে ‘রবি ঠাকুরের মোড় নামবেন, এগিয়ে আসুন’। হ্যাঁ? এ আবার কী! বাইপাসের ধারে এমন কোনও রাস্তার নাম তিনি আগে শোনেননি। বেশ কয়েকদিন বাদে রুবির দিকে এসেছেন তিনি। সপ্তাহখানেকের মধ্যে এত বড় পরিবর্তন? মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগেই এই বদল হয়েছে। ৯ মে ২০২২, রুবি হাসপাতালের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করেন তিনি। তখনই জানানো হয়, রুবির মোড়ের নাম বদল হতে চলেছে। খাতায় কলমে দিন কয়েক আগে তা বদলে গিয়েছে। হাসপাতালের সামনেই বড় বড় অক্ষরে বসানো হয়েছে নতুন নাম রবি ঠাকুরের মোড়। ইংরেজি হরফেও তা লেখা হয়েছে। একই সঙ্গে ইংরেজিতে লেখা ১০৮ নম্বর ওয়ার্ড আমার ভালোবাসা।

রুবির মোড়ের নাম বদলে রবি ঠাকুরের মোড়। নিজস্ব চিত্র। নাজমা খাতুন

বিশ্বকবির ১৬১তম জন্মবার্ষিকীতে এই নামবদলের উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা। কেএমসির নাম নির্ধায়ক কমিটি চেয়ারম্যান কবি জয় গোস্বামীর নেতৃত্বাধীন। কমিটিতে রয়েছেন সংগীতশিল্পী ইন্দ্রানী সেন, সৈকত মিত্র, বেল ভিউ ক্লিনিকের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ টন্ডন, শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সম্মতিতেই নামবদলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে রীতিমতো খুশি এলাকাবাসী। ওই মোড়ের নাম নিয়ে একটা সংকট আগে থেকেই ছিল। কেউ বলত রুবির মোড়, কেউ আবার ডিসান। এলাকাবাসীর মতে, এবার সেই সমস্যা হয়তো মিটবে।

রুবির মোড়ের নাম বদলে রবি ঠাকুরের মোড়। নিজস্ব চিত্র। নাজমা খাতুন
রুবির মোড়ের নাম বদলে রবি ঠাকুরের মোড়। নিজস্ব চিত্র। নাজমা খাতুন

Featured article

%d bloggers like this: