নিজস্ব প্রতিবেদন: রাজ্য পুলিসের বিজ্ঞাপনে রুদ্রনীলের মুখ দেখে নেটপাড়ায় তোলপাড়। ড্রাগস নিয়ে প্রচার কর্মসূচীতে কী কারণে তার ছবি হঠাৎ ব্যবহার করা হল তা নিয়ে তুঙ্গে ছিল তরজা। আগে তৃণমূলে থাকলেও বিজেপিতে এখন সক্রিয় তিনি। তাহলে রুদ্রনীলের ছবি বিজ্ঞাপনী প্রচারের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়েছে ? ফের কী তবে প্রত্যাবর্তন দেখবে বাংলা ? সব জল্পনায় জল ঢাললেন রুদ্রনীল। নিজস্ব ফেইসবুক হ্যান্ডেলে শেয়ার করলেন তাঁর প্রতিক্রিয়া। তিনি জানাচ্ছেন,” বিস্মিত হয়েছি আবার মজাও পেয়েছি তাদের মাদক বিরোধী সচেতনামূলক বিজ্ঞাপনে আমার ছবি ব্যবহার করেছেন দেখে। এই ছবিটি সৃজিত মুখার্জী পরিচালিত বহুল প্রশংসিত ভিঞ্চিদা সিনেমার স্টিল ছবি। আমার মুখের জনপ্রিয় সংলাপ ” ধরতে পারবেন না” কে তারা নিয়েছেন। এতে মানুষকে আকর্ষণ করতে চেয়েছেন ” অন্যদিকে তিনি প্রশ্ন তুলেছেন যে অফিসার এই পোস্টটি করেছেন তাঁর চাকরিটা আদেও থাকবে তো ?
