নিজস্ব সংবাদদাতা : তৃতীয় ঢেউ ভয়াবহ আকার না নিলে পুজোর পর খুলবে স্কুল। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তিনি বলেন, ”পুজোর পর পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” করোনাকালে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিকাকরণের হার বেড়েছে। ত
াই তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ না করলে পুজোর পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সোমবার নবান্নে সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।করোনাকালে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিকাকরণের হার বেড়েছে। পুজোর আগে আরও অনেক মানুষ টিকাপ্রাপ্ত হয়ে যাবেন।
সে ক্ষেত্রে স্কুল খোলার পথ অনেকটাই প্রশস্ত হবে বলে মনে করছে রাজ্য সরকার। উল্লেখ্য, দেশের অনেক রাজ্য- বিশেষ উত্তর ভারতে করোনা সংক্রমণ প্রায় তলানিতে এসে যাওয়ায় সেখানে স্কুল খুলে গিয়েছে। কিছু কিছু রাজ্যে প্রাথমিক স্কুলও খুলে গিয়েছে। ফলে শিশুরা অনলাইন পড়াশোনার বোঝা সরিয়ে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। পশ্চিমবঙ্গেও অবিলম্বে স্কুল খোলার দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকেই।