25 C
Kolkata

কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে শিখা মিত্র?‌

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক । এবার জল্পনা শুরু হয়েছে প্রয়াত সোমেন জায়া শিখা মিত্রকে নিয়ে। কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। সূত্রের খবর, শিখাকে চৌরঙ্গি কেন্দ্র থেকে প্রার্থী করতে চায় বিজেপি।

যদিও বিজেপিতে যোগ দেওয়ার জন্য তিনদিন সময় চেয়েছেন শিখা মিত্র। সূত্র মারফত্ জানা গিয়েছে, স্বয়ং শুভেন্দু অধিকারী শিখা মিত্রকে দলীয় প্রার্থী করার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে প্রস্তাব দেন। এরপরই যোগাযোগ করা হয় শিখার সঙ্গে।

সোমেন-শিখার ছেলে রোহন মিত্রের বিজেপিতে যোগদান করার জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু সেই যোগদান পর্ব এখনও হয়ে ওঠেনি। সেক্ষেত্রে মা-পুত্র একসঙ্গে বিজেপিতে যেতে পারেন বলে জল্পনা চলছে। সোমবার সোমেন পুত্র রোহন একটি টুইট করেছেন।

আরও পড়ুন:  Kalyani AIIMS: কল্যাণী এমস-এ মেডিক্যাল অফিসার-সহ একাধিক পদে নিয়োগ

সেখানে তিনি বলেছেন, ‘শুভেন্দু দা এসেছিলেন আমাদের বাড়ি। তখন আমি ঘরে ছিলাম না। মায়ের সঙ্গে কথা বলেছেন। অনুরোধ করেছেন। শুধু এই প্রথম নয়, বাবা মারা যাওয়ার পরেও শুভেন্দু দা এসেছিলেন। কিন্তু কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সেভাবে যোগাযোগ রাখেনা।’

এরপরই রোহন বলেন, ‘আমরা আজই হেস্টিংয়ে যাচ্ছি না। সোনিয়াজির কাছ থেকে আমরা সময় চেয়েছি। কারণ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আমাদের গুরুত্ব দিচ্ছে না।’

Featured article

%d bloggers like this: