22 C
Kolkata

ধীরে ধীরে সেরে উঠছেন সৌমিত্র

নিজস্ব সংবাদদাতা : জোড়া শত্রুর সঙ্গে লড়াই করে ক্রমশই সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় বেলভিউ নার্সিংহোমের তরফ থেকে যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে বর্ষীয়াণ এই অভিনেতা এখন যেমন অক্সিজেনের সাহায্য ছাড়াই রয়েছেন তেমনি বিছানাতেই উঠে বসতে পারছেন। গল্পও করতে পারছেন। তবে তিনি এখনও বেশ দুর্বল আছেন। স্বাভাবিক হয়নি তাঁর খাওয়াদাওয়াও। এবার সেই দিকে নজর দেওয়া হবে বলে জানাচ্ছেন চিকিৎসকতা । সঙ্গে চলবে ফিজিওথেরাপি ও মিউজিক থেরাপি। এর ফলে তাঁর শরীরে আস্তে আস্তে শক্তি ফিরে আসবে। চিকিত্সকেরা আশা করছেন কয়েকদিন বাদেই সৌমিত্রবাবু নিজে থেকেই উঠে দাঁড়াতে পারবেন। সেটা সম্ভব হলেও তাঁকে হাসপাতালের মধ্যেই আস্তে আস্তে হাঁটানোর চেষ্টা করা হবে। এখনও পর্যন্ত তাঁর শরীরের সব অঙ্গপ্রতঙ্গঠিক ভাবে কাজ করছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কোভিডের হাত ধরে অভিনেতার শরীরে তাঁর পুরাতন ক্যানসার আবার মস্তিষ্ক ও ফুসফুসে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। তার জেরেই তাঁর শরীরে নানা স্নায়ুবিক সমস্যা শুরু হয় ও শরীর অচেতন অবস্থাতেও অস্থির হয়ে উঠেছিল। হায়ার ডোজের স্টেরোয়েড দিয়ে সেই ক্যানসারকে বাগে আনা হচ্ছে বলে জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্সার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার অরিন্দম কর।

আরও পড়ুন:  Gold Price: বিয়ের মরশুমে সুখবর! একধাক্কায় কমল সোনার দাম, সস্তা হল রূপোও...

Featured article

%d bloggers like this: