নিজস্ব প্রতিবেদন: ‘ভূত আমার পুত, পেত্নী আমার ঝি রাম লক্ষণ সঙ্গে আছে করবি আমার কি ‘?
আপাতত এই জপই ক্রমাগত জপে চলেছেন এনআরএস হাসপাতালের কতৃপক্ষরা। চিকিৎসক থেকে নার্স,হাসপাতালের সকলের কর্মীদের মুখে একটা জপ। কি ভাবছেন এনআরএস হাসপাতালের সকলে কেনও এই জপ করছে? আসলে রাখে হরি মারে কে? সেখানে যে তেনারা এসেছেন। হাসপাতাল জুড়ে শুধুই ভূতেদের উৎপাত।

হ্যাঁ এই ঘটনা একেবারে মিথ্যে নয়। গত কয়েকদিন ধরেই হাসপাতাল জুড়ে ভূতেদের তাণ্ডব চলবে। ঘটনার সূত্রপাত শনিবার বিকেল। চারদিক বেশ শুনশান,হাসপাতাল বলে কথা। শিয়ালদহর নীলরতন সরকার হাসপাতালের লাশকাটা ঘরের বাইরে তেমন ভিড়।মৃতদেহ নিয়ে যাওয়ার অপেক্ষায় কয়েকজন দাড়িয়ে। আচমকা একটা দমকা হাওয়া, সঙ্গে আবার ধাক্কা। আচমকা ধাক্কায় এদিকে ওদিক ছিটকে গেল সকলে। কি হল হঠাৎ এমন তো আগে হয়নি তাহলে? বুঝতে না পারে লাশ রেখেই এদিন ওদিক ছুট লাগায় সকলে। পরে দল ভারি করে আসে তারা।

ভূতেদের উৎপাত এখানেই খান্ত নয় রবিবার নাইট শিফটে কাজ সেরে হস্টেলে ফেরার পথে হঠাৎ শব্দ পায় কয়েকজন। যত সময় যায় বাড়তে থাকে শব্দ। এনআরএস হাসপাতালের মর্গ আর অ্যানাটমির মাঝ বরাবর শ্যাওড়া গাছ থেকেই নাকি আসছে সেই শব্দ। তবে, কি খাস কলকাতার এনআরএস হাসপাতালের মর্গ আর শ্যাওড়া গাছ ভূতের এপিসেন্টার? যদিও সেই বিষয়ে প্রশ্নবোধক চিহ্ন থাকছেই। কারণ এই বিষয়ে কেউ যে মুখ খুলতে চাইছে না সেভাবে। তবে, খুব সাবধান আপনি যদি এনআরএসে যান তাহলে কিন্তু আপনাকেও দেখা দিতে পারে তেনারা। আপনি কি তাদের দেখা পেতে চান?
