নিজস্ব প্রতিবেদন : এবার এসএসকেএম থেকে নিখোঁজ চিকিৎসাধীন রোগী। টানা চার দিন ধরে নিখোঁজ সে। কিন্তু এখনও খোঁজ মেলেনি তার। রাজ্যের প্রথম সারির হাসপাতালে ভর্তির পরে কী ভাবে এক জন রোগী বেরিয়ে গেলেন এবং তা নিরাপত্তারক্ষীরা টের পেলেন না কেন ? এই প্রশ্নই তুলছেন পরিজনরা।
সম্প্রতি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী উধাও হওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু সেবার ঘটনার পর দিনেই হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয় ওই রুগীটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেও শহরের অন্যতম বিখ্যাত সরকারি হাসপাতাল থেকে উধাও হল রুগী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়েই ফের বড়সড় প্রশ্ন উঠেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর এসএসকেএমে ভর্তি করা হয়েছিল তাঁকে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।বয়স ৫৮। নাম বিশ্বনাথ রায়। এসএসকেএমের কার্জন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ অস্ত্রোপচার হওয়ার ককথা ছিল তাঁর। কিন্তু সোমবার বিকেলের পর থেকে তাঁর খোঁজ মিলছে না।