24 C
Kolkata

sandalwood trees: এবার শহর জুড়ে শুধুই লাল-সাদা চন্দন গাছ

নিজস্ব প্রতিবেদন:শহরকে আরও সবুজ করে তুলতে চাইছে রাজ্য সরকার। কারণ, অন্যান্য দেশের তুলনায় কলকাতা শহরে অতিরিক্ত বেশি দূষণ।প্রতিনিয়ত যে পরিমাণ গাড়ি করা যাতায়াত করে শহরের বুকে তার জন্য বেড়ে যাচ্ছে দূষণের মাত্রা। তাই এবার শহরকে দূষণমুক্ত রাখতে শহর জুড়ে হাজির হচ্ছে লাল সাদা চন্দনের গাছ।

এবার রাজ্য সরকারের নয়া উদ্যোগ শহর জুড়ে চন্দন বাগান তৈরি করার। শহরকে আরো সুন্দর করে তুলতে রাজ্য সরকার প্রাথমিক ভাবে ময়দান থেকে রেড রোড পর্যন্ত চন্দনের ‘পকেট বাগান’ তৈরি করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই বন দফতর ছবি পরিকল্পনায় সাড়া দিয়েছে।

বনদফতর নাকি এবার সারা শহর জুড়ে ‘নগর বাটিকা বন’ নামে লাল সাদা চন্দনের ধরনের পকেট বাগান তৈরির উদ্যোগ নিচ্ছে। শুধু কলকাতাতেই নয় জেলাতেও চন্দনকাঠের বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাগানের জন্য এলাকায় চিহ্নিত করা হয়েছে। বনদফতরের একটি দল সেই সব এলাকায় ঘুরে জমির মাটি পরীক্ষা করে দেখবে তা চন্দনগাছ লাগানোর উপযুক্ত কি না। এরপরই লাগানো হবে সাদা লাল চন্দনের গাছ।

আরও পড়ুন:  Duare Sarkar: নেই চিন্তা, এবার বুথে বুথে দুয়ারে সরকার মুখ্যমন্ত্রীর

Featured article

%d bloggers like this: