নিজস্ব প্রতিবেদন: ভালোবেসে ঘর ছেড়ে লিভ-ইনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক যুগল। বেশ কাটছিল দিন। হঠাৎ কিভাবে যেন পরিস্থিতি পাল্টাতে শুরু করে। বিপদের পাহাড় ভেঙে পড়ে তাদের ওপর। ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছে গেলে খরচ হয়ে যায় হাজার হাজার টাকা। চিকিৎসার খরচ মেটাতে বেশ ঋণ হয়ে যায়। কি করে টাকা শোধ দেবেন বুঝতে পারছিলেন না যুগল। শেষমেষ কঠিন সিদ্ধান্ত নিতে হল। পথ বেছে নিতে হল আত্মহত্যার।মঙ্গলবার রাতে বাঁশদ্রোণীর স্ট্রিম লন্ড্রি মোড়ের কাছে একটি ফ্ল্যাট থেকে যুবক যুবতীর দেহ উদ্ধার করে পুলিস। জানা গিয়েছে, দুই জন ওই এলাকাতে ভাড়া থাকতেন। যুগলের নাম রিয়া সরকার ও হৃষিকেশ পাল। বিয়ে হয়নি লিভ ইনে থাকত।
আত্মহত্যার পরিকল্পনা আগে থেকেই যুগল করছিলেন। সেকথা হোয়াটস অ্যাপে নিজেদের বন্ধুদের জানিয়েছিলেন যুগল। এমনকি লালবাজারে একটি মেইল করেন তাঁরা। সেই মেলে পুলিসের কাছে জানিয়েছিলেন তাঁদের আত্মহত্যার কথা।ইমেল পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিস। কিন্তু তার আগেই হৃষীকেশ এবং রিয়ার মৃত্যু ঘটে। পুলিসের দাবি, তাঁরা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।বুধবার সকাল ৯টা নাগাদ ফ্ল্যাট থেকে দেহদুটি উদ্ধার করে। পুলিস দরজা খুলে ঘরে ঢুকে দেখে বিছানার উপরে রয়েছে মৃতদেহ দুটি।