নিজস্ব সংবাদদাতা: করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিধায়ক ও সমাজসেবী। শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হল অক্সিজেন ব্যাংক কেন্দ্রে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং সমাজসেবীকা দেবযানী ব্যানার্জীর একনিষ্ঠ প্রচেষ্টায় শিয়ালদহ সুরেন্দ্রনাথ গ্রুপ অফ্ কলেজে সূচনা হল অক্সিজেন ব্যাংকের। এই উদ্যোগে সামিল রয়েছেন, মধ্য কলকাতার জেলা তৃণমূল পরিষদের সভাপতি শিবাশীষ ব্যানার্জী এবং ৪৯ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যীশু দাস।
এই অক্সিজেন ব্যাংক থেকে অক্সিজেন পাওয়ার জন্যে লাগবে কিছু নথিপত্র,- কোভিড পজিটিভ রিপোর্ট, চিকিৎসকের সুপারিশ পত্র, একটি পরিচয়পত্রের আসল নথি।
কর্তৃপক্ষ তরফে দেওয়া কিছু ফোন নম্বর হল:
• দেবযানী ব্যানার্জী: 7278648487
• যীশু দাস: 8777062123
• অভিজিৎ: 9674311208
• পুটু: 9903566644
• লালু: 9051659735
• রুবাই: 9674197720
• শুভ: 8910589338
• প্রতিপ: 7980337276
• বগলা: 9875419640
• সোমেন: 9007307211
• কানাই: 6290796519
• সমীর: 7003918930
• সঞ্জয়: 9831009985
• কেলো: 9804820522