নিজস্ব সংবাদদাতা : বাঙালির সবচেয়ে বড় জনপ্রিয় উত্সব দুর্গাপুজোতেও এবারের থিমে সুশান্ত সিং রাজপুত। প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে এক অভিনব পন্থা গ্রহণ করল কলকাতার কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাব। মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাবে মা দুর্গার ছেলে কার্তিকের আদল তৈরি হচ্ছে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আদলে। কার্তিকের মুখমণ্ডল হুবহু সুশান্তের মুখের আদলে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন মৃত্শিল্পীরা। গত ১৪ জুন নিজের ঘরে আত্মঘাতী হয়েছিলেন বলিউডের তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুত । অভিনেতার অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। তাঁর রহস্য মৃত্যু নিয়ে তদন্ত চলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তাঁর ছবি, সিনেমায় তাঁর অভিনীত অংশবিশেষ । মাস্ক থেকে পোস্টার সারা দেশে যেন ছড়িয়ে গেছে সুশান্তের ছবি। কলকাতার বিশিষ্ট শিল্পী মানস রায়ের হাতের জাদুতে পুজো মণ্ডপে কার্তিক রূপে প্রতিভাত হবেন সুশান্ত। মানস নিজে সুশান্তের একজন বড় অনুরাগী। শিল্পী মানস রায় মনে করেন একজন শিল্পীর জন্য এর থেকে বড় শ্রদ্ধাজ্ঞাপন হয়তো আর কিছু হয় না। যদি কার্তিকের ওপর কোনো ছবি তৈরী হতো তাহলে সুশান্তই একমাত্র সেই চরিত্র ফুটিয়ে তুলে পারতো বলে মনে করেন তিনি। মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাবের পুজো এবছর ৫১ বছরে পা দেবে। এবার তাদের পুজোর থিম বা মূল আকর্ষণ হবে সুশান্ত রুপী কার্তিক। শোনা যাচ্ছে, সুশান্তের পরিবারকেও আমন্ত্রণ জানানো হবে পুজো মণ্ডপে। এবার পুজোতে সুশান্ত রুপী কার্তিক যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে তা বলার অপেক্ষা রাখে না