33 C
Kolkata

Tala Bridge : পুজো নয় মহালয়ার আগেই উদ্বোধন টালা ব্রিজের

নিজস্ব প্রতিবেদন : অপেক্ষার অবসান। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ খুলে যাচ্ছে টালা ব্রিজ। নবনির্মিত এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে বাস কিংবা লড়ি নয় আপাতত শুধুমাত্র ছোট হালকা গাড়ি চলবে তালা ব্রিজে।

উত্তর কলকাতার তালা ব্রিজ বন্ধ ২ বছর হল। কিন্তু কেন ? কোন কারণে বন্ধ হয়েছিল যান চলাচল ? ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে পড়ে দক্ষিণ শহরতলির মাঝেরহাট ব্রিজ। এরপর শহরের অন্যন্য় সেতু ও উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।ঠিক সেই সময়ই টালা ব্রিজের বিপদজনক অবস্থা নজরে আসে। তারপরেই ব্রিজটিকে ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়। এমনকি করোনার সময সেই কাজ থিম থাকেননি।

আরও পড়ুন:  Durga Puja 2022: অপরূপ! বরানগরে সিলিকনের মা

উল্লেখ্য, পুজোর আগেই নতুন টালা ব্রিজ খুলে দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে আশঙ্খা ছিল, ভারী বৃষ্টি হলে, সেতুর উপর ম্যাস্টিক অ্য়াসফল্ট রাস্তা ও বিটুমিন ধুয়ে যাবে।ফলত শেষ করা যাবেনা কাজ। কিন্তু অবশেষে দেখা যাচ্ছে পুজো নয়, মহালয়ার আগেই খুলে টালা ব্রিজ।

আরও পড়ুন:  TET Scam: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পুজোর আগেই টেট নিয়ে বড় নির্দেশ আদালতের

Featured article

%d bloggers like this: