নিজস্ব প্রতিবেদন: কলকাতা টেরিটি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সাড়ে আটটা নাগাদ আচমকাই দুর্ঘটনা ঘটে ড্যামজেন লেনে। একটি বাড়ির তিনতলায় প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর, বাড়ির তিন তলার ঘর স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছে। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন আগুন এখন নিয়ন্ত্রণে। সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে সন্দেহ।
তবে স্থানীয় সূত্রে খবর, বাড়িটির উপর বেশ কিছুদিন ধরে প্রোমোটারের নজর ছিল। সেই কারণেই কোনভাবে ইচ্ছাকৃত আগুন লাগানো হয় কিনা বিষয়টি সন্দেহের মধ্যে রয়েছে।
মিন
Fire Kolkata: টেরিটি বাজারে ভয়াবহ আগুন
