নিজস্ব সংবাদদাতা : দেশ তথা রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। শহর কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সেফ হোম চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কলকাতার দ্বিতীয় প্রাচীনতম হোটেল গ্রেট ইস্টার্ন হোটেল।
বর্তমানে তারই নাম ললিত গ্রেট ইস্টার্ন হোটেল। এবার তার নতুন পরিচয় করোনা স্যাটেলাইট সেন্টার। এই সেন্টার খোলার দায়িত্ব দেওয়া হয়েছে পুর্ব ভারতের অন্যতম বেসরকারি হাসপাতাল আমরিকে। বেডের চাহিদা পূরণ করতে সরকারি পরিকাঠামোয় বেসরকারি উদ্যোগেই কাজ করবে এই সেন্টার।
এই স্যাটেলাইট সেন্টারের চুক্তির মেয়াদ থাকবে ন্যূনতম তিন মাস পর্যন্ত, সর্বোচ্চ মেয়াদ ১ বছর। সেই সঙ্গে এই সেন্টারে কর্মী নিয়োগ ও পরিকাঠামোগত বিনিয়োগের দায়ভার বেসরকারি সংস্থার কাছেই। এই শর্তেই স্যাটেলাইট সেন্টার খুলেছে আমরি হাসপাতাল।
বিলাসবহুল হোটেলটির প্রায় ২০০ বেডে করোনা চিকিত্সা শুরু হয়েছে। প্রতিটি ফ্লোরের ১২ টি করে ডাবল বেড, এবং ১৩ টি করে সিঙ্গল বেডে চলবে চিকিত্সা। হোটেলের কোভিড চিকিত্সার ডাবল বেডের ভাড়া ছ’হাজার ও সিঙ্গল বেডের জন্য ১০ হাজার টাকা ভাড়া গুনতে হবে রোগীর পরিবারকে।
২৪ ঘন্টার ডাক্তার ও নার্সের পরিষেবা মিলবে। প্রতিটি বেডের সঙ্গেই অ্যাটাচ পেশেন্ট মনিটরিং সিস্টেম থাকছে। রোগীর অক্সিজেন স্যাচুরেশন, রক্তচাপ দেখে নেওয়া যাবে ওই মনিটরে।
সেই সঙ্গে প্রতিটি রোগীর জন্য আলাদাভাবে ডেটাবেস তৈরি করা হবে। প্রতিমুহূর্তের স্যাচুরেশন রিডিং সেখানে জমা হবে। সুত্রের খবর, ডিসইনফেক্টিং স্প্রে গান দিয়ে নিয়মিত স্যানিটাইজ করা হবে রোগীর কেবিন।
শহরের এই অভিজাত হোটেলে করোনার এহেন বিলাসবহুল চিকিত্সা শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।