24 C
Kolkata

করোনা আক্রান্তদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : রবিবার মেডিক্যাল কলেজেই চিকিত্সাধীন ২ সিনিয়র চিকিত্সকের শ্বাসকষ্ট বাড়ে। সিসিইউ’তে রয়েছেন তাঁরা। পাশাপাশি করোনা আক্রান্ত ২ জুনিয়র চিকিত্সকেরও শ্বাসকষ্ট বাড়ে। খবর পেয়েই দৌড়ে চলে আসেন মন্ত্রী নির্মল মাজি। বেশ কিছুদিন আগে মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভরতি হয়েছিলেন তিনি । সামান্য সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই করোনা ধরা পড়ে মন্ত্রীর। ভরতি করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।অসুস্থ অবস্থাতেই করোনা আক্রান্ত চিকিত্সক থেকে শুরু করে রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন নির্মলবাবু। এক চিকিত্সক জানিয়েছেন, ‘রাতে উনি ঘণ্টা তিনেক আমাদের সঙ্গে থাকছেন। ccu-র বাইরে বসে খোঁজখবর নিচ্ছেন। গুরুতর অসুস্থ ৪ চিকিত্সকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তবেই নিজের বেডে ফিরেছেন।’মন্ত্রীর এই ভূমিকায় স্বাভাবিকভাবেই আপ্লুত রোগীর পরিবার থেকে শুরু করে চিকিত্সকরাও। রোগীর পরিবারের লোকেরা জানিয়েছেন, যেভাবে করোনা আক্রান্ত হয়েও মন্ত্রী নির্মল মাজি রোগীদের সুবিধা অসুবিধার দিকে নজর রাখছেন, তাতে কোনও ধন্যবাদই যথেষ্ট নয়।তবে হাসপাতালে যত্রতত্র করোনা আক্রান্ত নির্মলবাবুর ঘুরে বেড়ানো নিয়ে বিতর্কও শুরু হয়েছে। তবে মন্ত্রীর বক্তব্য যেভাবে চিকিসৎসকরা নিজেদের জীবন বাজি রেখে করোনার সঙ্গে লড়ছেন, এই দুঃসময়ে তাঁদের পাশে থাকা কর্তব্য।

আরও পড়ুন:  Weather Update: আজ শীতলতম দিন

Featured article

%d bloggers like this: