25 C
Kolkata

Babughat bus stand : বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ পরিবহন দপ্তরের

নিজস্ব প্রতিবেদন :- হাতে গোনা মাত্র ১৪ দিন। তারপরেই বাস নিয়ে চলে যেতে হবে অন্য কোথাও। বাবুঘাটে আর স্ট্যান্ড করা যাবে না বাস। এমনই নির্দেশ পরিবহন দপ্তরের।সোমবার কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের সচিব বিভিন্ন বাস- মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন৷ ওই নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে সরিয়ে নিতে হবে৷

সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের জন্যও বাবুঘাটের এই বাস স্ট্যান্ডকেই দায়ী করা হয়৷ বাস স্ট্যান্ড থাকায় বাবুঘাট চত্বর নোংরাও হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ৷এই মুহূর্তে বাবুঘাট থেকে মূলত দূরপাল্লার বাসগুলি ছাড়ে৷ এ ছাড়াও কিছু কলকাতার সঙ্গে শহরতলিতে যাতায়াতকারী কিছু বেসরকারি বাসও বাবুঘাট থেকে ছাড়ে৷ পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী এই সমস্ত বাসগুলিকে সরিয়ে নিয়ে যেতে হবে সাঁতরাগাছিতে।

আরও পড়ুন:  Beauty Tips: এই নিয়ম মানলেই গরমে গায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন

এদিকে পরিবহণ দপ্তরের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাসমালিকরা। তাদের কথায়, জ্বালানির দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে সাঁতরাগাছিতে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার অর্থ বাস রাখতে অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করা। যার দরুন খরচ বাড়বে। এর চেয়ে বাসস্ট্যান্ড মনিয়ে রাজ্য সরকার বাস্তবসম্মত সিদ্ধান্ত নিক।

উল্লেখ্য, ধর্মতলা ও বাবুঘাটে বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত সেই ২০০২ সালে। ধর্মতলা ও বাবুঘাটে বাসস্ট্যান্ড থাকার কারণে ব্যাপক দূষণ ছড়াচ্ছে। এই অভিযোগে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই মামলায় ধর্মতলা ও বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দেয় বিচারপতি ভাস্কর ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। বাসস্ট্যান্ড সরাতে সময়ও বেঁধে দেন বিচারপতি ভট্টাচার্য। কিন্তু হাই কোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখে। তবে ডিভিশন বেঞ্চের নির্দেশ সামান্য রদবদল করে শীর্ষ আদালত। হাই কোর্ট বাসস্ট্যান্ড সরাতে যে সময় বেঁধে দেয় তা খারিজ করে জানিয়ে দেয়, রাজ্য সরকার নিজেদের সুবিধামতো বাসস্ট্যান্ড স্থানান্তরের ব্যবস্থা করবে।

আরও পড়ুন:  Last Road in Earth: রহস্যে মোড়া পৃথিবীর শেষ রাস্তা, কোথায় আছে জানেন ?

এই  নির্দেশের পর ফের মামলাটি হাই কোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বাসস্ট্যান্ড সরাতে রাজ্য সরকার হাই কোর্টের বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বাবুঘাট থেকে আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। বাবুঘাটে স্ট্যান্ড রাখা চলবে না। এবার পরিবহণ দপ্তর থেকেও একই নির্দেশ দেওয়া হল।অতীতেও বাস স্ট্যান্ড সরানোর তোড়জোড় হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ পরিবহণ দফতরের এবারের নির্দেশের পর শেষ পর্যন্ত তা কার্যকর হয় কি না,এখন সেটাই দেখার৷

Featured article

%d bloggers like this: