নিজস্ব প্রতিবেদন: বাংলা ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই বাংলার দাদা মিঠুন চক্রবর্তীর একটি ডায়লগ ছিল সুপার ডুপার হিট। আর সেটা হল ‘ এক ছোবলেই ছবি ‘। যদিও সেই সময় সেটা শুধুমাত্র ডায়লগ থাকলেও এবার সেই ঘটনা ঘটতে চলেছে মানুষের সঙ্গে। তবে এবার ছবি নয় একেবারে মৃত্যু। আর সেই ছোবল মিঠুনদা দেবেন না বরং দেবেন খোদ ছোবলের অধিকারী সাপ।

সাপেদের ছোবলে বিষ থাকে সেটা সকলের জানা। কিন্তু সমীক্ষা বলছে বেশিরভাগ সময় সাপ মানুষকে ছোবল দিলেও সাপের বিষে নয় বরং আতঙ্কে মৃত্যু হয় অনেকের। তবে, এবার আতঙ্ক নয় সরাসরি সাপের ছোবলেই মৃত্যু হবে সরাসরি। প্রাণীবিদদের মতে ক্রমাগত বাড়ছে সাপেদের সংখ্যা। কিন্তু সেই সমীক্ষা বলছে সাপেদের ৬০০টি বিষাক্ত প্রজাতির মধ্যে মাত্র ২০০টি প্রজাতি মানুষকে এক ছোবলে হত্যা করতে পারে।

যদিও এবার সেই বিষাক্ত সপেদেদে তালিকা থেকে সবচেয়ে বিষাক্ত সাপের তকমা পেয়েছে অস্ট্রেলিয়ার ইনল্যান্ড তাইপান। এই ইনল্যান্ড তাইপানকে বলা হয় সবথেকে হিংস্র সাপ। এমনকি এই সাপ দৈর্ঘ্য মাঝারি মাপের হয়। তাদের মাথা অনেকটাই আয়তক্ষেত্রের আকারের থাকে। বেশিরভাগ সময়ে এই সাপ মাটির গভীরের ফাটলে থাকে। এমনকি যদি LD50 স্কেলে পরিমাপ করা হয় সাপের বিষ তা দ্বিগুণ হয়। এমনকি বিষাক্ততার ব্রিস্টল ইউনিভার্সিটির স্কুল অফ কেমিস্ট্রির ওয়েবসাইট বলছে ইনল্যান্ড তাইপান সবচেয়ে মারাত্মক সাপের তালিকার শীর্ষে রয়েছে। সব থেকে আতঙ্কের বিষয় এই সাপের কামড়ে ১০০ জনের বেশি কিংবা ২ লক্ষ ৫০ হাজার ইঁদুর পর্যন্ত মারা যেতে পারে।
