নিজস্ব প্রতিবেদন: আজ আবার পারদ চড়ল।নতুন বছর পড়ার সাথে সাথেই বঙ্গে শীতের মরসুম থাকলেও মাস শেষ হওয়ার আগেই পারদ বাড়তে শুরু করল। কলকাতার তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এনিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বাসন্তী পুজোয় তিলোত্তমার তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাবে। কিন্তু সকালের দিকে কুয়াশায় ঢেকে যাবে শহর। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা ক্রমশ উধাও হবে। ভোরের দিকে বঙ্গে কুয়াশার পাশাপাশি শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই ঠান্ডার দেখা নেই। ফের পারদ ঊর্ধ্বমুখী হল। সপ্তাহের প্রথম দিনে কলকাতার তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে, আগামী ৫-৭ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবারের একধাক্কায় ৩ ডিগ্রি নামলেও সপ্তাহের শেষ দিনে আবারও বাড়ল তাপমাত্রা। শনিবার ১ ডিগ্রি বেড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হল। তাপমাত্রা বাড়লেও ঘনকুয়াশার চাদরে ঢাকা ছিল শহর। যার জেরে সকালের দিকে যান চলাচল সহ দৃশ্যমানতাও ছিল খুব কম। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেই তাপমাত্রা কমে হল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাড় কাঁপানো ঠান্ডা বঙ্গে রয়েছে। বুধবার তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও একই পারদ রইল কলকাতায়। ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। তাপমাত্রা নেই বঙ্গে কিছু দেখাও নেই সূর্যের। গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদর সরিয়ে দেরিতে মুখ দেখাচ্ছে সূর্য মামা। তবে দুই বঙ্গেই আগেই ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতিবারে মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডার বদলে উষ্ণতায় পরিপূর্ণ থাকলেও সোম এবং মঙ্গলবার পারদ কিছুটা কমলেও পুনরায় বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।