নিজস্ব প্রতিবেদন: ফের শহরে পারদ নিম্নমুখী। আজ কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি কমল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি। এনিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরল শীতের আমেজ। এই শীতের আমেজ বজায় থাকবে শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরের হাওয়ার সাথে সাথে সকাল-সন্ধেয় শীতের আমেজ বহাল থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে।

জানুয়ারি শুরু থেকে বঙ্গে শীতের দেখা নেই বলেই চলে। চলতিবারে বড়দিন, নতুন বছরের সাথে সাথে এই গরমকে সাথে নিয়েই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল বঙ্গবাসি। এবার সেই চিত্রটা পাল্টাতে চলেছে। আগামী মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারও ফিরতে পারে শীত। এমনটাই আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে রবিবার থেকে আগামী দু’দিন নিম্নমুখী হতে পারে পারদ। সকালের দিকে কুয়াশায় মুড়ে গেছে শহর থেকে জেলার বিভিন্ন প্রান্ত। কিন্তু বেলা বারা সাথে সাথে তার চিত্রটা অনেকটা অন্যরকম হয়ে উঠছে। ঝলমলে রোদ্দুর চারপাশে। সাথে থাকছে কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। আর এই কুয়াশার কারণে একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি ঘটছে পথ দুর্ঘটনার মতো অঘটন।

উল্লেখ্য, বঙ্গ থেকে মুখ ফেরালো শীত। কথায় আছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’ তবে এই উক্তিটি আজকাল আর প্রযোজ্য হয় না। চলতি বছরে বঙ্গে ভারত নিম্নমুখী হলেও হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। গত কয়েক দিনের মতো এদিনেও ভোরের দিকে কুয়াশার মোরা ছিল দক্ষিণবঙ্গের আকাশ। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার চাদর সরিয়ে উঁকি মেরেছে ঝলমলে রোদ্দুর। নতুন বছর পড়ার সাথে সাথেই বঙ্গে শীতের মরসুম থাকলেও মাস শেষ হওয়ার আগেই পারদ বাড়তে শুরু করল। কিন্তু সকালের দিকে কুয়াশায় ঢেকে যাবে শহর। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা ক্রমশ উধাও হবে। ভোরের দিকে বঙ্গে কুয়াশার পাশাপাশি শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই ঠান্ডার দেখা নেই। ফের পারদ ঊর্ধ্বমুখী হল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে, আগামী ৫-৭ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।