25 C
Kolkata

Today Weather Update: ফের বঙ্গে পারদ নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদন: ফের পারদ নিম্নমুখী। আবার ১ ডিগ্রি কমল তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতিবারে বঙ্গে শীতে দেখা মিলবে কি? তা নিয়ে জল্পনা থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছেন, রাজ্য জুড়ে আরও ৪-৫ দিন পারদ নিম্নমুখী থাকবে। বাড়বে উত্তুরের ঠান্ডা হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে। উল্লেখ্য, জানুয়ারি শুরু থেকে বঙ্গে শীতের দেখা নেই বলেই চলে। চলতিবারে বড়দিন, নতুন বছরের সাথে সাথে এই গরমকে সাথে নিয়েই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল বঙ্গবাসি।

এবার সেই চিত্রটা পাল্টাতে চলেছে। আগামী মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারও ফিরতে পারে শীত। এমনটাই আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে রবিবার থেকে আগামী দু’দিন নিম্নমুখী হতে পারে পারদ। সকালের দিকে কুয়াশায় মুড়ে গেছে শহর থেকে জেলার বিভিন্ন প্রান্ত। কিন্তু বেলা বারা সাথে সাথে তার চিত্রটা অনেকটা অন্যরকম হয়ে উঠছে। ঝলমলে রোদ্দুর চারপাশে। সাথে থাকছে কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। আর এই কুয়াশার কারণে একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি ঘটছে পথ দুর্ঘটনার মতো অঘটন।

আরও পড়ুন:  Budget 2023:ছ্যাঁকা লাগতে চলেছে সিগারেট ও পান মশলা ব্যাবহারকারীদের পকেটে

Featured article

%d bloggers like this: