নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যে শীতের আমেজে লেপ-তোষক থেকে শুরু করে নতুন গুড়ের স্বাদ পেতে শুরু করে দিয়েছে। তবে অদ্ভুত একটি ঘটনা নভেম্বরে প্রথম দিকে শীতের আবহাওয়া থাকলেও শেষ দিকে উধাও হল শীত। সকাল এবং সন্ধ্যে শীতে আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই আমেজ হারিয়ে যাচ্ছে। তবে এবার শীত পড়ল তিলোত্তমায়। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা সামান্য বেশি। এনিয়ে হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, আগাম ১৩ দিনের মধ্যে রাজ্যে শীত পড়তে চলেছে।চলতি বছরে ডিসেম্বরের ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। অন্য কোনো বাধা তৈরী না হলে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের একই ভাবে বহাল থাকবে। তবে এখনই বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।