22 C
Kolkata

Mamata Banerjee : আজ তৃণমূলের বৈঠক,উঠে আসতে পারে একাধিক নতুন মুখ

নিজস্ব প্রতিবেদন :- দীর্ঘদিন ধরেই জল্পনা উঠছিল, নতুন করে গঠিত হতে পারে তৃণমূলের রাজ্য কমিটি । এবার সেই জল্পনাতেই পড়তে চলেছে শিলমোহর । আজ অর্থাৎ মঙ্গলবার নজরুল মঞ্চে দুপুর ১ টায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের বৈঠক ।

তৃণমূল অন্দর মহল সূত্রে খবর , এই বৈঠকে কমিটির সদস্য, এমপি, এমএলএ এবং পঞ্চায়েত ও পুরসভার কয়েকজন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে । আজকের এই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্য কমিটি এবং সদ্য অনুষ্ঠিত ১০৮ পুরসভায় চেয়ারম্যানদের নাম চূড়ান্ত করতে পারেন। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে ।

তবে এই বৈঠক নিয়ে সবচেয়ে কৌতূহল রাজ্য নেতৃত্বে নতুন মুখ কারা আসছেন । এতদিন রাজ্য কমিটির মাথায় যারা ছিলেন তাদের অনেককেই জাতীয় কর্মসমিতিতে জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সাংগঠনিক নির্বাচনে তিনি ফের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছেন । এখন রাজ্য কমিটিতে নতুন এবং নবীন মুখ কারা হবেন তা নিয়ে দলে কৌতূহল তুঙ্গে ।

আরও পড়ুন:  Weather Update : বাড়ি থেকে বেরোনোর আগেই সাবধান! অল্প সময়ের মধ্যেই আসছে ঝেঁপে বৃষ্টি

দলের একাংশের দাবি, আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলনেত্রী এমন কাউকে রাজ্য পার্টির মুখ করতে পারেন যিনি অভিজ্ঞ এবং বিস্তর ছোটাছুটি করতে পারবেন।

আজকের বৈঠকে ১০৮ পুরসভার পদাধিকারী নির্বাচন হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া সিদ্ধান্ত হবে পুরভোটে বিজয়ী বিক্ষুব্ধ প্রার্থীদের নিয়েও। তাদের তৃণমূলে সামিল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও এই ব্যাপারে সিদ্ধান্ত আজ চূড়ান্ত না করে নতুন রাজ্য কমিটিকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। এমনটাই তৃণমূল অন্দর মহল সূত্রে খবর ।

Featured article

%d bloggers like this: