নিজস্ব প্রতিবেদন: আবারও জ্বলে উঠলো তিলোত্তমা। তপসিয়ায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭ টি ইঞ্জিন।
বিস্তারিত আসছে,
প্রসঙ্গত, স্থানীয় সূত্রে খবর, তপসিয়ার ৮০/১ মিলাদনগরে রয়েছে ওই জুতোর কারখানা। মঙ্গলবার(১৮ অক্টোবর, ২০২২) দুপুর ১টা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। জুতোর কারখানায় আগুন লাগার বিষয়টি জানাজানি হয়। কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় একের পর এক সামগ্রী। দমকল আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেছে। ৭টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।