25 C
Kolkata

ইয়াসে ক্ষতিগ্রস্ত পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করলেন ইন্দ্রনীল সেন

নিজস্ব সংবাদদাতা : ইয়াসে ক্ষতিগ্রস্ত দীঘা, তাজপুর ও মন্দার মনি পর্যটনকেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। সোমবার ওই এলাকাগুলিতে গিয়ে সরোজমিনে কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখেন রাজ্যের পর্যটনমন্ত্রী।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দ্রুতগতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পর্যটনকেন্দ্রগুলোতে কাজ চলছে । বিভিন্ন হোটেল মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে ফের কিভাবে পর্যটনকেন্দ্র গুলিকে সাজিয়ে তোলা যায় তা নিয়ে চলছে দফায় দফায় বৈঠক।

করনা পরিস্থিতি কেটে গেলে দীঘা, মন্দারমনি তাজপুর এলাকায় এত পর্যটকদের ভিড় হবে, যে হোটেলের ঘর ফাঁকা পাওয়া যাবে না । বিগত সব রেকর্ড ভেঙে দেবে এই পর্যটন কেন্দ্র গুলি, বলে আত্মবিশ্বাসী রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

Featured article

%d bloggers like this: