নিজস্ব প্রতিবেদন: ফের নিত্যযাত্রী সহ অফিসযাত্রীদের ভোগান্তির শিকার। দু’দিন ধরে বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটো। যার জেরে ওই এলাকার বাসিন্দারা সহ অফিসযাত্রী সকলকেই পড়তে হচ্ছে সমস্যার মুখে। এপ্রসঙ্গে বিক্ষোভকারীরা জানিয়েছেন, বর্তমানে উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটে বেআইনি অটো চলছে তার প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু তার কোনও সুরাহা মেলে নি। এনিয়ে সোমবার দুই রুটের অটো চালকদের মধ্যে মারামারি হয়। যাকে কেন্দ্র করে উত্তেজনাও সৃষ্টি হয়। তারপর এক অটো চালককে গ্রেপ্তার করা হয়। যিনি বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটোচালক।এর ফলে ওই রুটের অটো চলাচল বন্ধ রাখা হয়। তবে শুক্রবার দুপুরে এনিয়ে বাগুইআটি-উল্টোডাঙা ও উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটের অটো চালকদের বৈঠক হবে। বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে।