নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েকটা মাস পরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। কিন্তু তারই আগে প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় বাজেট। যে বাজেট প্রকাশ্যে আসতেই একাধিক রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। তবে, এরই মাঝে রাজ্য সরকারকে এক হাত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির।

একাধিক সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। কিন্তু রাজ্যে সেই অভিযোগ কিছু নেই মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার অভিযোগের তীর রাজ্য সরকারের দিকে ছুড়ে স্মৃতি ইরানি অভিযোগ করেন,’ ২০১৭-১৮ সাল থেকে এখন পর্যন্ত রাজ্য সরকার নারী ও শিশুকল্যাণ মন্ত্রক ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচই করতে পারেনি। এমনকি আবাস যোজনায় বরাদ্দ ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধা রাজ্য সরকারের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন’।

যদিও অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ মানতে নারাজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার তৃণমূল নেতা কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে বলেন , ‘কথা আর সংখ্যার জাগলারি করছেন। বিভ্রান্তি ছড়াচ্ছেন। কেন্দ্র টাকা দেয় না’। এরপর কুনাল ঘোষ সুর চড়িয়ে বলেন,’সকলের আন্দোলন করার অধিকার আছে। কেন্দ্র রাজ্যের প্রচুর পাওনা বাকি রেখেছে বলেই হচ্ছে। যারা আন্দোলন করছেন তারা এটাও ভাবুক। তাঁরাও কেন্দ্রের কাছেও বলুক’।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠেছে রাজ্যের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-ও আটকে রয়েছে। আর সেই ডিএ-র দাবিতে গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীরা।
