নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্যসাথী প্রকল্পে অস্ত্রোপচারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। সেই নির্দেশ অনুযায়ী, এবার থেকে হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করলেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই সব অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে না। সূত্রের খবর, সরকারি হাসপাতালের পরিষেবাকে আরও নিবিড় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ ছিলই। যার ফলে জলের মতো অর্থ খরচ হয়ে যাচ্ছে সরকারি কোষাগারে। তাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথমত, সাবডিভিশন পর্যন্ত সব হাসপাতালে প্রায় সব ধরনের অস্ত্রোপচার, রোগনির্ণয় ও অস্ত্রোপচার সম্ভব। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের পর্যবেক্ষণ জেলার প্রায় অধিকাংশ হাসপাতালে এই পরিষেবা নিতে রোগীদের তেমন আগ্রহ দেখা যায় না। উল্টে স্থানীয় নার্সিংহোমে ভিড় বাড়ে। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিয়ে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের আয় বাড়ছে। কিন্তু সরকারি হাসপাতালে নিখরচায় এই পরিষেবা পেতে পারে যে কোনও রোগী। তাই নতুন নিয়ম চালু করা হল।
দ্বিতীয়ত, জটিলতা ছাড়া হার্নিয়া, হাইড্রোসিল অপারেশন এবং দাঁতের স্কেলিং-ফিলিংয়ের মতো চিকিৎসা বেসরকারি হাসপাতালে করা যাবে না স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। আবার পেটের অন্যান্য অস্ত্রোপচার করতে গিয়ে যদি চিকিৎসকরা অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার করে দেস্ন, তাহলে সেই টাকা পাওয়া যাবে না স্বাস্থ্যসাথী থেকে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কয়েকটি ব্যাতিক্রমী পরিস্থিতি অথবা প্রাণ সংশয়ের মতো ঘটনা হলেই স্বাস্থ্যসাথী প্রকল্পে আসতে পারে। তেমনই ডেন্টাল প্রসিডিওরও আর স্বাস্থ্যসাথী প্রকল্পে আসবে না।