শহর কলকাতার যেখানে খুশি হোর্ডিং লাগানো যাবে না এবার থেকে। দৃশ্যদূষণ থেকে কলকাতাকে মুক্ত করতে এমনটাই পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিজ্ঞাপনী হোর্ডিং-এর দৃশ্যদূষণ থেকে কলকাতার দিগন্তরেখাকে মুক্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করছে কলকাতা পুরনিগম। পাশাপাশি ওই কমিটি বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর জন্যও পথের সন্ধান দেবে পুরসভাকে।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, চলতি অর্থবর্ষে বিজ্ঞাপন বাবদ ১০০ কোটি টাকা আয় করতে চায় পুরনিগম। গত বছর এই আয় ছিল ৭৫ কোটি। এর জন্যে আলাদা একটি বিজ্ঞাপন নীতি তৈরি করতে চলেছে পুরনিগম। মেয়র জানিয়েছেন, যত্রতত্র আর বিজ্ঞাপন লাগানো যাবে না। এক-একটি রাস্তায় থাকবে নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞাপন। অস্থায়ী হোর্ডিং বন্ধ করবে পুরনিগম। নতুন এই ডিজিটাল ডিসপ্লেতে বিজ্ঞাপন দিতে খরচও কমানো হচ্ছে।
শনিবার পুর ভবনে সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, শহরে হোর্ডিং বাবদ যে রাজস্ব পুরনিগমের পাওয়ার কথা তা পায় না। পাশাপাশি শহরের যেখানে সেখানে হোর্ডিং লাগানোর ফলে দৃশ্যদূষণ বেড়েই চলেছে। বেলাগাম এই হোর্ডিং বন্ধ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সে কারণেই হোর্ডিং নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মেয়র জানিয়েছেন।