নিজস্ব প্রতিবেদন: বড়দিন আসতে আর একটা রবিবার। ইতিমধ্যে আলোর রোশনাইতে সেজে উঠেছে জাপান। তার কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাস্তার দু’ধারে থাকা গাছ ঝলমল করছে আলোকসজ্জায়। কৃত্রিম আলো নাকি তুষার পাত, এক নিমেষে বুঝতে সময় লাগবে আপনার। দেখুন সেই ছবি এক ঝলকে।

