নিজস্ব প্রতিবেদন : আবারো নতুন রূপে ধরা দিয়েছে করোনা। শুরু হয়েছে নিজের আঁতুর চীন থেকেই। এই পরিস্থিতিতেই এবার চিনের কাছে করোনার সঠিক তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। শুক্রবার চিন প্রশাসনের সঙ্গে বৈঠকে সে দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা । তাঁদের দেওয়া তথ্য থেকে যাতে আগামীতে অন্যান্য দেশও সতর্ক হতে পারে, তাই কোভিডের সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলা হয়েছে শি জিনপিং সরকারকে ।
চিনে কোভিডের জেরে প্রায় প্রতি দিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য মানুষ। আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। কিন্তু অভিযোগ,নাকি তথ্য গোপন করছে। কারণ নিজেদের দেশের যে কোভড আপডেট চীন দিচ্ছে তার তুলনায় চীনের বর্তমান পরিশ্বেষ অনেক খারাপ। ওই রিপোর্টার তুলনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাস্তব পরিস্থিতির তুলনায় অনেক কম। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
চিনে ফের কোভিডের বাড়বাড়ন্তে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান-সহবহু দেশ চিনা যাত্রীদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু কোভিড নিয়ে চিনের পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার মাঝেই এ সম্পর্কে তথ্য প্রকাশ করা বন্ধ করেছে বেজিং। ফলে চাপ বাড়ছে অন্যান্য দেশের উপরেও।