25 C
Kolkata

Covid: দেশে আবার বাড়ছে কোভিড সংক্রমণ

ফের দেশে বাড়ছে কোভিড। ৬ রাজ্যে উদ্বেগজনক কোভিড সংক্রমণের হার। এই পরিস্থিতিতে ৬ রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। যে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ‘সংক্রমণ হারের গতি রোধ করতে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। এটা খুবই জরুরি।’

জেনে রাখা ভালো ৬ টি রাজ্যে কোভিডের সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় কেন্দ্র তাদের চিঠি দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বুধবার মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটককে চিঠি দেন। চিঠিতে ভাইরাল সংক্রমণের আকস্মিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে মনোনিবেশ করার কথা বলেন। পরীক্ষার হার বাড়ানো, চিকিত্সা, ট্র্যাকিং এবং টিকা দেওয়ার উপর জোর দিতে বলেছেন চিঠিতে এমনটাই জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ তাই চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, ‘এটি অপরিহার্য যে রাজ্যকে অবশ্যই কঠোর নজরদারি বজায় রাখতে হবে। উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়তে থাকলেই তা নিয়ন্ত্রণ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন হলে আগে থেকে পদক্ষেপ নিতে হবে।’ চিঠিতে রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় ক্ষুদ্র স্তরে (জেলা এবং উপজেলা) পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:  Chirata water: সকালে খালি পেটে তিক্ত স্বাদের উপকারিতা !

Featured article

%d bloggers like this: