34 C
Kolkata

COVID YOUTH EFFECT: করোনার প্রভাব যুবসমাজে, প্রভাবিত হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থাও

নিজস্ব প্রতিবেদন: করোনা বিভিন্নভাবে প্রভাব ফেলেছে মানুষের জীবনে। তবে এবার অজানা তথ্য দিল এক সমীক্ষা। কোভিডের প্রভাব সব মানুষের মধ্যে সমানভাবে পড়েনি। যুব সমাজের মধ্যে অন্যভাবেই এর প্রতিফলন পড়েছে। যুব সম্প্রদায়ের মধ্যে সরকারের উপর থেকে বিশ্বাস উঠে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা এই তথ্য দিয়েছে। ২০১৮ সাল পর্যন্ত ১৪০টি দেশ জুড়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর সমীক্ষা চালানো হয়। ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে করোনার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এই তথ্য বলছে, বিভিন্ন দেশের সরকার প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি। আর সেখানেই এই প্রবণতা বেশি দেখা গেছে। এই দেশে আবার চিকিৎসা এবং বিজ্ঞানের প্রতি বেশি আস্থা দেখিয়েছে তারা। শুরু করোনাই নয়, টিকাকরণ নিয়েও তাদের মনোভাব সরকারের প্রতি উদাসীন। রাষ্ট্রব্যবস্থার উপর আস্থা নড়ে গিয়েছে। সমীক্ষকরা মনে করছেন, এই ধরনের অবিশ্বাস সারাজীবনের দাগ কেটে দেয়। এর প্রভাব আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থার উপরও পড়তে পারে বলে আশঙ্কা। করোনা কাটিয়ে ধীরে ধীরে নানা দেশ স্বাভাবিক হচ্ছে। তবুও যুবক-যুবতীদের মধ্যে থেকে এই প্রভাব দূর হওয়া সহজ নয়। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়ার অগ্রগতিতে এর প্রভাব পড়বে। যতই হোক, যুব সমাজ একটা দেশে সরকার গড়ার জন্যে অন্যতম ভোটার। আর সেখানেই যদি ভরসা নড়ে যায়, তবে অস্বাভাবিক হতে পারে পরিস্থিতি।

Featured article