30 C
Kolkata

Coronavirus: গ্রীষ্মে করোনার তাণ্ডব বৃদ্ধির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা: করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। একের পর এক সমীক্ষা এক এক ধরনের তথ্য দিয়ে যাচ্ছে। আর তাতেই বাড়ছে আতঙ্ক! কেউ বলছেন করোনা কোনওদিনও যাওয়ার নয়, কেউ আবার বলছেন করোনা আরও শক্তিশালী হবে। কেউ আবার বলছেন, ওমিক্রনই করোনার শেষ করবে। এবার এক নয়া তথ্য উঠে এলো সামনে। কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের একটি পরীক্ষায় মিলল তথ্য। বলা হয়েছে, ”করোনার আরও নয়া প্রজাতি দেখা দিতে পারে গ্রীষ্মের শুরুতেই।” অর্থাৎ করোনা এখনই শেষ হচ্ছে না!

মাস্কে ঢাকা মুখ দেখতে দেখতে ক্লান্ত সকলেই। কিন্তু কবে যাবে দুনিয়ার এই অসুখ তার সঠিক সময় কারওর জানা নেই। এবার আরও খারাপ খবর শোনালো কেমব্রিজ ইনস্টিটিউট ফর থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। গ্রীষ্মেই ভয়াবহ আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে করোনার। নয়া প্রজাতিও হানা দিতে পারে এই সময়ে। তবে এই প্রজাতি ওমিক্রনের মতো হবে। অর্থাৎ এর মারণ ক্ষমতা কম হতে পারে। কিন্তু এই প্রজাতির দ্রুত সংক্রমণের ক্ষমতা থাকতে পারে। এখনও অনেকে মনে করছেন, ওমিক্রন অতো ভয়াবহ নয়। তবে এই ভাবনা যে ভুল তা বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়ে দিয়েছেন আগেই। তিনি স্পষ্ট বলেছেন, করোনার ভয়াবহতা না দেখা গেলেও হাসপাতালে যতজন ভর্তি রয়েছে সেই সংখ্যাটা দেখলে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা স্পষ্ট হবে।

আরও পড়ুন:  Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ সদস্য
আরও পড়ুন:  Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে ট্রাক্টর-ট্রলি, মৃত কমপক্ষে ১০

বিশেষজ্ঞরা জানাচ্ছেন-

১) ওমিক্রনে একাধিকবার সংক্রমমিত হওয়ার ঝুঁকি রয়েছে।

২)  ওমিক্রন যখন তখন রূপ বদলাতে পারে।

৩) পশুপাখির মধ্যেও এর সংক্রমণ দেখা দিতে পারে।

৪) ডেল্টার সঙ্গে মিলে ভয়াবহ আকার নিতেই পারে এই প্রজাতি।

Featured article

%d bloggers like this: